করোনার জেরে মাস্ক- স্যানিটাইজারের আকাল, কালোবাজারি রুখতে তৎপর কেন্দ্র

প্রাণঘাতী কোভিড-১৯ বা নভেল করোনাভাইরাস। এই ভাইরাসের কারণে সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে। করোনা জেরে ভারতে মৃতের সংখ্যা ২, আক্রান্তের সংখ্যা ৭৬। চিনে মৃতের সংখ্যা সাড়ে চার হাজার ছাড়িয়েছে।

এরই মধ্যে করোনার হাত থেকে রক্ষা পেতে মানুষের ভিড় বাড়ছে ওষুধের দোকান গুলিতে। স্যানিটাইজার এবং মাস্ক নেওয়ার জন্য। দেশজুড়ে এন95 সহ সব ধরনের মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারকে অত্যাবশ্যকীয় সামগ্রি হিসেবে ঘোষণা করা হয়েছে।

সূত্রের খবর, জুন মাসের শেষ পর্যন্ত এই নির্দেশিকা বহাল থাকবে। সুলভ মূল্যে সব ব্যবসায়ীকে মাস্ক এবং স্যানিটাইজার বিক্রি করতে হবে। কোনও রকমফাটকা কারবার বা কালো বাজারি হলে, আইন অনুযায়ী সেই ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। নির্দেশিকা জারি করে একথা জানিয়েছে কেন্দ্র। নির্দেশিকায় আরও বলা হয়েছে, দেশের সব প্রান্তে মাস্ক এবং স্যানিটাইজার চাহিদা মত মজুত রাখতে হবে।

Previous articleমাইক্রোসফটের পরিচালনা পর্ষদ থেকে নিজেকে সরালেন বিল গেটস
Next articleরোনাল্ডিনহোকে জেল থেকে বাঁচাতে মেসির ৩৩ কোটি টাকা আর্থিক সাহায্য !