সিপিএমকে হারাতে দীনেশকে ভোট দেবে বিজেপি?

রাজ্যসভার পঞ্চম আসনে তৃণমূল সমর্থিত নির্দল দীনেশ বাজাজকে ভোট দিতে পারে বিজেপি।

সম্ভাবনা প্রবল।
মূল উদ্দেশ্য বাম-কং যৌথ প্রার্থীকে জিততে না দেওয়া।
নিজেদের চার প্রার্থীকে জিতিয়ে তৃণমূলের বাড়তি ১১ ভোট দীনেশের। সঙ্গে গোর্খা মোর্চার ২. এছাড়া বাম ও কংগ্রেস থেকে তৃণমূলে যাওয়া ১৭.
ফলে দীনেশ ৩০-এ দাঁড়িয়ে।
আর কাগজে কলমে বিকাশ ভট্টাচার্য ৫১.

এদিকে, বিজেপির নিজস্ব ৬. অন্য দল থেকে আসা ১০.

এরা যদি দীনেশকে দেন, তাহলে দীনেশ ৪৬.

সেক্ষেত্রে বাম-কং ভোট থেকে তিন চারটি পেলেই দীনেশ জয়ী।
দ্বিতীয় পছন্দের ভোটও থাকবে।

তবে বিজেপি ভোট বয়কট করলে দীনেশকে অনেকটা বাড়তি ভোট নিতে ঝাঁপাতে হবে।

বিজেপি চূড়ান্ত সিদ্ধান্ত নেয় নি।
কিন্তু সম্ভাবনা আছে বাম-কংকে হারানোর যুক্তিতে নির্দল মোড়কে বকলমে তৃণমূল প্রার্থী দীনেশকে ভোট দেওয়ার।

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next articleমাইক্রোসফটের পরিচালনা পর্ষদ থেকে নিজেকে সরালেন বিল গেটস