করোনা আতঙ্ক : ব্যাঙ্কশাল কোর্টে ভিডিও কনফারেন্সে শুনানির পরিকল্পনা

করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। কোভিড-১৯ আতঙ্ক এবার আদালতে। কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে চালু হয়েছে থার্মাল স্ক্যানিং। সূত্রে খবর, জেল থেকে আর আনা হবে না আসামিদের আদালতে। প্রয়োজনে আসামিদের ভিডিও কনফারন্সের মাধ্যমে হবে শুনানি। প্রাথমিক ভাবে ব্যাঙ্কশাল কোর্টে অভিযুক্তদের হাজির করে হবে না শুনানি।

আরও পড়ুন-জনরোষে মৃত্যু তৃণমূল কর্মীর? মানতে নারাজ শাসকদল

Previous articleকরোনা সচেতনতায় রাজধানীতে বন্ধ স্পা-নাইট ক্লাব, বিয়ের অনুষ্ঠান পিছনোর আর্জি কেজরিওয়ালের
Next articleকরোনা গুজব: ডানকুনিতে বিকোচ্ছে গোমূত্র