BREAKING: করোনা আতঙ্কে বন্ধ হচ্ছে বিধানসভা অধিবেশন, তবে ২৬শে হবে রাজ্যসভা ভোট

করোনা আতঙ্কে বন্ধ হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন। আগামী বুধবার থেকে বন্ধ বিধানসভার ডিপার্টমেন্টাল বাজেট অধিবেশন। ২৬ মার্চ পর্যন্ত অধিবেশন চলার কথা থাকলেও মঙ্গলবার হয়ে তা বন্ধ হয়ে যাবে। আজ, বিধানসভায় সর্বদলীয় বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু আগামী ২৬ মার্চ রাজ্যসভার নির্বাচন। সেক্ষেত্রে কী হবে? জানা গিয়েছে, ওইদিন বিধানসভায় ভোট গ্রহণ হবে।

প্রসঙ্গত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠের পর করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় এবার বন্ধ হতে চলেছে রাজ্য বিধানসভার অধিবেশন। করোনা নিয়ে বিধানসভায় এদিন ডাকা হয়েছিল সর্বদলীয় বৈঠক। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সমস্ত দলের বিধায়কদের সঙ্গে কথা বলে অধিবেশন বন্ধের সিদ্ধান্ত নিলেন।

উল্লেখ্য, গত সপ্তাহ থেকেই বিধানসভায় খুব গুরুত্বপূর্ণ কাজ ছাড়া লোক ঢোকার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে।

আরও পড়ুন-করোনা আতঙ্ক: শীর্ষ আদালতেও থার্মাল স্ক্রিনিং, ভার্চুয়াল কোর্টের চালুর ভাবনা

Previous articleকরোনা আতঙ্ক: শীর্ষ আদালতেও থার্মাল স্ক্রিনিং, ভার্চুয়াল কোর্ট চালুর ভাবনা
Next articleজনরোষে মৃত্যু তৃণমূল কর্মীর? মানতে নারাজ শাসকদল