করোনা আতঙ্ক: শীর্ষ আদালতেও থার্মাল স্ক্রিনিং, ভার্চুয়াল কোর্ট চালুর ভাবনা

বিশ্ব জুড়ে ছড়িয়েছে নভেল করোনাভাইরাস। ১৪৩ টি দেশে মারণরোগের শিকার ৬ হাজারের বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দেড় লক্ষ। এই পরিস্থিতিতে ভারতেও বড় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি, আদালতগুলিতেও বিধিনিষেধ জারি হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, শীঘ্রই ভার্চুয়াল কোর্ট চালু হবে।

সোমবার থেকেই সুপ্রিম কোর্টের ঢোকার মুখে শুরু হয়েছে থার্মাল স্ক্রিনিং। এর পাশাপাশি শীর্ষ আদালত চত্বরে জয়ায়েত কমাতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন-করোনা আতঙ্ক: সর্বদল-বৈঠকে পুরভোট পিছনোর আর্জির সম্ভাবনা সব দলের

Previous articleকরোনা আতঙ্ক: বলিউডের পথেই টলিউড?
Next articleBREAKING: করোনা আতঙ্কে বন্ধ হচ্ছে বিধানসভা অধিবেশন, তবে ২৬শে হবে রাজ্যসভা ভোট