এক সময়ে বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা ইমতিয়াজ খান আর নেই। মুম্বাইয়ে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি রেখে গেলেন তার স্ত্রী কৃতিকা দেশাই, মেয়ে আয়েশা খানসহ অসংখ্য ভক্ত। তিনি প্রখ্যাত অভিনেতা আমজাদ খানের ভাই।
প্রিয় এই অভিনেতার মৃত্যুতে বলিউড জুড়ে শোকের ছায়া নেমে আসে। তার ভাই আমজাদ খানও বলিউডের জনপ্রিয় অভিনেতা। ইমতিয়াজ খানের মৃত্যুর খবর জানিয়ে টুইট করেছেন কোরিওগ্রাফার জাভেদ জাফরি। গ্যাং সিনেমায় ইমতিয়াজ খানের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।
ইয়াদোঁ কি বারাত, চোর-পুলিশসহ বলিউডের একাধিক জনপ্রিয় সিনেমায় অ’ভিনয় করেছিলেন ইমতিয়াজ খান।তাঁর মৃত্যুতে বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রী স্মৃতির সরণি বেয়ে দু:খপ্রকাশ করেন।
চলে গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমজাদ খানের ভাই ইমতিয়াজ
Date:
Share post:


