CBSE পরীক্ষা ৩১ মার্চ পর্যন্ত স্থগিত, পিছোচ্ছে IIT, JEE

করোনা-আতঙ্কে ছড়িয়ে পড়ার কারণে দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং CBSE বোর্ডকে তাদের পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দিল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রক । ৩১মার্চ পর্যন্ত পরীক্ষা বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে। মন্ত্রকের সচিব অমিত খারে এক বিজ্ঞপ্তিতে বলেছেন, “পরীক্ষা যেমন জরুরি, তেমনই বিভিন্ন পরীক্ষায় বসা পড়ুয়াদের সুরক্ষা ও নিরাপত্তাও জরুরি৷ শুধু পড়ুয়া নয়, তাঁদের অভিভাবক ও শিক্ষকদের ক্ষেত্রেও তা জরুরি”। তিনি জানিয়েছেন, “সমস্ত চলতি পরীক্ষা, CBSE বোর্ডের পরীক্ষা ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হলো৷ পরে নতুনভাবে দিন ধার্য করা হবে”।

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রকের এই নির্দেশিকা কার্যকর হবে, UGC, AICTE, NIOS এবং জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার ক্ষেত্রে।

Previous articleবিদেশ থেকে ফিরেই অনুষ্ঠানে, এবার তোপের মুখে ‘দায়িত্বজ্ঞানহীন’ অঞ্জন দত্ত
Next articleBreaking: জ্ঞানবন্ত সিং যাচ্ছেন সিবিআইতে?