করোনা আক্রান্ত পুত্র, আমলার দায়িত্বজ্ঞানহীন আচরণে চটেছে সরকারি মহল

দায়িত্বজ্ঞানহীন আমলার আচরণ। ক্ষুব্ধ সরকারি মহল। হন্যে হয়ে অনুসন্ধানে নেমেছে স্বরাষ্ট্র দফতরের।

স্বরাষ্ট্র দফতরের মহিলা আমলার লন্ডন ফেরত পুত্রর শরীরে করোনার ভাইরাস ধরা পড়ার পর স্বরাষ্ট্র দফতর অস্বস্তিতে এবং ক্ষুব্ধ। কারণ, রবিবার রাতে ওই তরুণ দেশে ফেরার পর স্বাস্থ্য কর্তারা জানতে পারেন, তরুণ লন্ডনে থাকাকালীন যে পার্টিতে ছিলেন, সেই পার্টির একজনের শরীরে কোভিড-১৯ ভাইরাস পাওয়া গিয়েছে। সেই কারণে সোমবারই তাকে আইডিতে ভর্তি হতে বলা হয়। তিনি আসেননি। এরপর তরুণের মা, রাজ্য সরকারের ওই আমলা মারফত তাকে আসতে বলা হলে মঙ্গলবার আসেন। পরীক্ষায় দেখা যায় পজিটিভ। প্রশ্ন, কেন ওই তরুণ রবিবার রাতেই হাসপাতালে গেলেন না, এবং মঙ্গলবার ফোন করে তাঁকে ডেকে পাঠানোয় তবে এলেন? এ প্রশ্ন সর্বত্র। এই দায়িত্বজ্ঞানহীন আচরণ কেন করা হলো? রাজ্যের পদস্থ আমলার পরিবার যদি এই ঘটনা ঘটান, তাহলে সাধারণের কাছে কোন বার্তা যাবে?

শুধু তাই নয়, ওই আমলা সোমবার ও মঙ্গলবার সারাদিন নবান্নে কাটিয়েছেন। ফলে নবান্নেও অস্বস্তি। গাড়ির চালক, ওই আমলা ও তাঁর স্বামীকে কোয়ারেন্টাইন রাখলেও এখন স্বাস্থ্য দফতর হন্যে হয়ে তালিকা তৈরি করছে কাদের কাদের সঙ্গে তিনজন দেখা করেছিলেন? আমলার পুত্র ওই ৪০ ঘণ্টায় কার কার সঙ্গে দেখা করেছেন, কিংবা ওই আমলা, তাঁর স্বামী ও গাড়ির চালক কার কার সঙ্গে ছিলেন, তাদের অনুসন্ধান করা শুরু হয়েছে। সেই সূত্র ধরে তারা আবার কাদের সঙ্গে দেখা করেছেন, সেই তালিকা ধরে পরীক্ষা করা শুরু হচ্ছে। স্বাস্থ্য দফতরের সূত্রে বক্তব্য, রবিবার রাতেই যদি ওই তরুণ হাসপাতালে ভর্তি হতেন, তাহলে এই পরিস্থিতির মধ্যে পড়তে হতো না। এই কাণ্ডজ্ঞানহীন ও দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য সরকারি মহলে যথেষ্ট ক্ষোভ। সকলের প্রার্থনা, ভাইরাস আর কোথাও যেন বাসা না বাঁধে।

Previous articleএখন পুরীতে আসবেন না’, বাংলার ভক্তদের জানাচ্ছেন জগন্নাথ মন্দিরের মুখ্য প্রশাসক
Next articleকরোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে একাধিক ট্রেন বাতিল করল রেল