কার্গো পরিষেবা বন্ধ সম্ভব নয়, সাবধানতা অবলম্বনে খিদিরপুর ডকে শুরু থার্মাল স্ক্রিনিং

বিশ্বজুড়ে থাবা বসিয়েছে মারণব্যাধি করোনা ভাইরাস। বাদ পড়েনি কলকাতাও। এই শহরেও COVID-19-এ আক্রান্ত এক। তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে আজ, বুধবার জাহাজ মন্ত্রক থেকে কড়া নির্দেশ জারি করা হয় খিদিরপুর ও হলদিয়া ডকে।

আর আগে চলতি মাসের ১২তারিখ যাত্রীবাহী জাহাজে নিষেধাজ্ঞা জারি করলেও ছাড় পেয়েছে কার্গো পরিষেবা।সেইমত করোনা ঠেকাতে WHO-এর বিধি মেনে খিদিরপুর ডকে কলকাতা বন্দর কর্তৃপক্ষ চালু করেছে কড়া নজরদারি। জাহাজের ক্রু মেম্বারদের চলছে থার্মাল স্ক্রিনিং। বেলেঘাটা আইডি’র সঙ্গে সমন্বয় রক্ষা করে চলছে এই থার্মাল স্ক্রিনিং।

Previous articleBREAKING: পুত্র বাদে নবান্নের মহিলা আমলার গোটা পরিবার করোনা মুক্ত
Next articleবিদেশ থেকে ফিরেই অনুষ্ঠানে, এবার তোপের মুখে ‘দায়িত্বজ্ঞানহীন’ অঞ্জন দত্ত