Big breaking: ভারতে চতুর্থ করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু

করোনা আক্রান্ত চতুর্থ ব্যক্তির মৃত্যু হয়েছে পাঞ্জাবে। সূত্রের খবর, দিনকয়েক আগে জার্মানি থেকে ইতালি হয়ে দেশে ফেরেন তিনি। মৃতের বয়স ৭০ বছর। পাঞ্জাবের নয়া শহরে ওই ব্যক্তির মৃত্যু হয়।
কর্ণাটক, দিল্লি, মুম্বইয়ের পর করোনা আক্রান্তের মৃত্যু হল পাঞ্জাবে। সারা বিশ্ব সহ ভারতে আতঙ্ক ছড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৪। জানা গিয়েছে এই ব্যক্তি জার্মানি থেকে ইতালি হয়ে ভারতে ফিরেছিলেন। সেখান থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েন। তাঁর লালারসের নমুনা পাঠানো হয় নাইসেটে। সেই পরীক্ষায় করোনাভাইরাস তথা কোভিড-১৯ পজিটিভ হয়। গত কয়েকদিন ধরে আইসোলেশনে ছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে মৃত্যু হয় তাঁর।

Previous articleনারদ-কাণ্ড নিয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিলেন সদ্য- সাংসদ বিকাশরঞ্জন
Next articleকরোনা আতঙ্কে বন্ধ শ্রাদ্ধানুষ্ঠান