মধ্যপ্রদেশ: পদত্যাগী ২২ বিধায়কই যোগ দিলেন বিজেপিতে

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর অনুগামী যে ২২ জন বিধায়ক কংগ্রেস ছেড়েছিলেন তাঁরা সবাই যোগ দিলেন বিজেপিতে। সিন্ধিয়া ও বিজেপি সভাপতি জেপি নাড্ডার মাধ্যমে তাঁরা গেরুয়া শিবিরে নাম লেখান। সকলেরই বক্তব্য, মধ্যপ্রদেশের উন্নয়নের স্বার্থে এই সিদ্ধান্ত। এই ২২ বিধায়কের পদত্যাগের জেরেই মধ্যপ্রদেশে পালাবদল সম্ভব হয়েছে। টানা কয়েকদিনের রাজনৈতিক অচলাবস্থার পর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবেন না বুঝে ইস্তফা দেন কমল নাথ। মাত্র পনেরো মাসেই পতন হয় কংগ্রেস সরকারের। ফের শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে গঠিত হতে চলেছে বিজেপি সরকার।