ভয়াবহ আগুন উল্টোডাঙ্গার বস্তিতে, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

এবার ভয়াবহ আগুন উল্টোডাঙ্গার বস্তিতে। আচমকাই শনিবার দুপুরে আগুন লাগে সেখানে। বস্তির দরমা ও কাঠের ঘরগুলিতে খুব দ্রুত ওই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৭টি ইঞ্জিন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই বস্তির একটি ঘর থেকেই প্রথম আগুন দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িগুলিতে। কোনও কোনও বাড়ির টালির ছাদ ধসে পড়ে।

আপাতত ওই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দমকল ও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে। বেশ কয়েকটি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে এলাকাবাসীর দাবি। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। তবে ঠিক কীভাবে আগুন লাগল সেটা জানাতে পারেননি দমকল আধিকারিকরা। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বা শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে মনে করছে দমকল।

আরও পড়ুন-করোনার লক্ষণ থাকলে রোগীকে ফেরানো যাবে না, নির্দেশ স্বাস্থ্য মন্ত্রকের