করোনা মহামারির মধ্যেই বিদেশ থেকে ফিরেছেন। তাই সরকারের কড়া নির্দেশ ছিল, কোয়ারেন্টাইনে থাকার। কিন্তু সেই নির্দেশ অমান্য করে বাপের বাড়ি পালিয়ে গেলেন ওই বিদেশ ফেরত এক মহিলা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ ওই মহিলা শারজা থেকে ফেরেন। তাঁর শরীরে করোনার উপসর্গ ছিল না। তবে তাঁকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু সেই পরামর্শ না মেনে উত্তরপ্রদেশের জোহানপুরে বাপের বাড়ি পালিয়ে যায় তিনি। চিকিৎসকরা মহিলাকে পরীক্ষা করতে গেলে বিষয়টি জানা যায় তিনি নেই।

ঘটনার তদন্ত শুরু করেছে সোনেপুর থানার পুলিশ। মহিলার বিরুদ্ধে সরকারি নির্দেশ অগ্রাহ্য ও প্রাণঘাতী রোগ ছড়ানোর অভিযোগ দায়ের করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে প্রশাসন।
