এই মুহূর্তের বিবেচনায়, কুণাল ঘোষের কলম

কুণাল ঘোষ.

1) কেন্দ্র ও রাজ্য সরকারকে পূর্ণ সহযোগিতা।

2) লকডাউন পুরোপুরি মেনে চলা।

3) ডাক্তার, নার্স, পুলিশ ও সবরকম জরুরি পরিষেবার কর্মীদের সামাজিক সমর্থন।

4) নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর জোগান, বাজার ও দাম মসৃণ রাখা।

5) দৈনন্দিন আয়ের উপর নির্ভরশীলদের খাদ্য, শিশুখাদ্য, ওষুধের নিশ্চয়তা।

6) কুকুর, পাখিসহ চারপাশের প্রাণীদের খাবারের ব্যবস্থা।

7) ব্লাডব্যাঙ্কে রক্তসঙ্কট না হয়, সেটা দেখা।

8) শুধু সরকারের উপর দায়িত্ব না চাপিয়ে সাধ্যমত সবার দায়িত্বপালন। যেসব ক্লাব সরকারি বহু সাহায্যে সমৃদ্ধ, তাদের সামাজিক দায়বদ্ধতার কর্তব্যপালন।

9) লকডাউন সম্পর্কে জানতে পুরো সরকারি নির্দেশনামাটি পড়ে স্পষ্ট ধারণা রাখা।

10) আতঙ্কিত না হওয়া। গুজব বা ভুল খবর প্রশ্রয় না দেওয়া। বাড়িতে নিজেদের চাপমুক্ত রাখা। সরকারি বা ডাক্তারি নির্দেশগুলি মেনে চলা।

Previous articleকরোনা সংকট: ছ’মাসের জন্য মুক্তি পেলেন খালেদা জিয়া
Next articleব্রেকফাস্ট নিউজ