অবশেষে জিতছে মানুষ, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ২৫ % করোনা আক্রান্ত রোগী

সঙ্ঘবদ্ধ লড়াইয়ের সামনে হার মানে বৃহৎ শক্তি। গোটা পৃথিবীর ঐকান্তিক প্রচেষ্টায় ধীরে ধীরে জিতছে মানুষ।
গোটা বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা রীতিমতো চমকে দেওয়ার মতন।৪ লক্ষ ২৮ হাজার ২২০ জন। মারা গিয়েছেন ১৯ হাজার ১০১। শতাংশের হিসাবে ৪.৪৬। এই মুহূর্তে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৯৯ হাজার ৮৭৮। এদের মধ্যে অত্যন্ত সংকটজনক ১৩ হাজার ১২৯ জন। Worldo মিটারের এই পরিসংখ্যান রীতিমতো হতাশ জনক। এবার আশার কথা। এখন পর্যন্ত গোটা বিশ্বে মোট ১ লক্ষ ৯ হাজার ২৪১ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মোট আক্রান্তের ২৫ . ৫১ শতাংশ। আশা করা যায় অতি দ্রুতই কাটিয়ে ফেলা যাবে করোনা আতঙ্ক। তৈরি করা যাবে করোনা মুক্ত এক পৃথিবী।

Previous articleমুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে শুভেন্দুর এক কোটি ষাট
Next articleকরোনা: আশার কথা শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক