করোনা হামলার আগাম ভবিষ্যৎবাণী কৃষ্ণপ্রেমী বালকের!

দেখুন কৃষ্ণপ্রেমী নাবালক অভিজ্ঞা। সাত মাস আগে এই ভিডিওটি তৈরি। যদিও তার প্রমাণ ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-এর হাতে নেই। কিন্তু করোনা হামলার আগেই সম্ভবত এই ভিডিও তৈরি। নাবালকের দাবি, পৃথিবীতে এমন এক পরিবেশ তৈরি হবে যাতে বিধ্বস্ত হবে দুনিয়া। ২০২০-র এপ্রিল পর্যন্ত চলবে এই পরিস্থিতি। সবচেয়ে ক্ষতি হবে চিনের! এর সঙ্গেই নাম এসেছে আফগানিস্তান, পাকিস্তান এবং অবশ্যই ইরান। এখানেই শেষ নয়। কৃষ্ণভক্ত বলছে এই সময়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ইউরোপ।

শুনুন সেই কথা…