জরুরি পরিষেবায় যুক্ত ব্যক্তিদের স্বাস্থ্য বীমা ৫ লক্ষ থেকে বাড়িয়ে ১০ লক্ষ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

করোনা সংক্রমণ রোধে অক্লান্ত পরিশ্রম করছেন রাজ্যের চিকিৎসক নার্স, স্বাস্থ্যকর্মীরা। একই সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছেন আশাকর্মীরা। এজন্য তাঁদের অকুণ্ঠ ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলার স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে তিনি ঘোষণা করেন, রাজ্যের তরফ থেকে যে সরকারি-বেসরকারি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী আশা কর্মীদের জন্য যে ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্যবীমা ঘোষণা করা হয়েছিল, তা বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা হল। একইসঙ্গে তিনি বলেন, কোন চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের পরিবারের লোকেরা যদি সমস্যায় পড়েন তাহলে তাঁরা যেন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। কারণ তাঁরা। জরুরি পরিষেবায় যুক্ত বলে পরিবারকে সময় দিতে পারছেন না। একই সঙ্গে চিকিৎসা পরিষেবা যুক্ত সবাইকে সতর্ক ভাবে কাজ করতে বলেন মুখ্যমন্ত্রী।

Previous article‘তোমাদের ভবিষ্যতে বসে এ লেখা লিখছি’ , ফ্রান্সেস্কা মেলান্দ্রি কণাদ দাশগুপ্তের কলম
Next articleসুস্থ থাকতে কী খাবেন? টিপস দিলেন মুখ্যমন্ত্রী