প্রথমে করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য এক হাজার কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন টাটা সংস্থার কর্ণধার রতন টাটা। দেশের মধ্যে সরকারি উদ্যোগের বাইরে করোনা প্রতিরোধে এই বিশাল পরিমাণ বেসরকারি সাহায্য এই প্রথম। এবার টাটা সংস্থার আর এক উদ্যোগ জামশেদপুরে। দৈনিক মজুরিতে কাজ করা শ্রমিকদের উপার্জন বন্ধ হয়ে গিয়েছে। তদের কথা মাথায় রেখেই প্রায় ৫০ হাজার দৈনিক মজুরদের কাছে খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া হবে সংস্থার পক্ষে। লক ডাউন যতদিন চলবে, ততদিন এই সাহায্য চলবে বলে জানা গিয়েছে।
