করোনা সতর্কতা: কোচবিহারের সমস্ত হাট-বাজার বন্ধের দাবি স্থানীয়দের

সংক্রমণ থেকে বাঁচতে কোচবিহারের সমস্ত হাট ও বাজার বন্ধ রাখার দাবি জানালেন স্থানীয় বাসিন্দারা। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত গণমাধ্যমে প্রচার চালানো হচ্ছে যে জন সমাগম রুখতে কিছুদিনের জন্য হলেও সমস্ত হাট বাজার বন্ধ করে রাখা হোক। কোচবিহারের বাসিন্দা প্রাক্তন ওয়েলফেয়ার কমিটি-র চেয়ারম্যান ডোরা ভট্টাচার্য, শিক্ষিকা অমৃতা ভট্টাচার্য, স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা বাজার বন্ধ করার দাবি জানিয়েছেন। একটাই কারণ সচেতনতার অভাব। কোচবিহারের বাজারগুলিতে এই পরিস্থিতিতেও কিছু মানুষের নিত্যদিনের যাতায়াত করছেন। কোন কারণ ছাড়াই প্রতিদিন বাজার যাচ্ছেন। আবার বাজারে সমস্ত শাক-সবজি, মাছ আসছে শহর সংলগ্ন গ্রামাঞ্চল থেকে। সেখানেও সচেতনতার অভাব রয়েছে। কোচবিহার ১ নম্বর ব্লকের সাতমাইল এলাকা, কাঁটামারি বাজার এলাকা, চান্দামারি চিলকির হাট এলাকা থেকেই অসুরক্ষিত ভাবে প্রচুর শাকসবজি শহরে ঢুকছে। যাচ্ছেন ব্যবসায়ীরাও। এটাই কার্যত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কোচবিহারের বাসিন্দাদের। ইতিমধ্যেই উত্তরবঙ্গে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু চিন্তার ভাঁজ ফেলছে। এই পরিস্থিতিতে যদি মানুষের মধ্যে সচেতনতা না আসে এবং প্রশাসন আরও কড়া না হয়, তাহলে উত্তরবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

Previous articleলকডাউনের মধ্যেই ভবানীপুরের এক বহুতলে আগুন
Next articleরাজ্যগুলিকে সীমানা বন্ধের নির্দেশ কেন্দ্রের