লকডাউনের সময়সীমা কি ফের বাড়াতে চলেছে কেন্দ্র? এরকমই একটি খবর কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে৷

কেন্দ্রীয় সরকার জানিয়ে দিলো, ২১ দিনের লকডাউন সময়সীমা বাড়ানোর কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের৷ যা রটেছে, তা ভিত্তিহীন৷ ক্যাবিনেট সচিব রাজীব গৌবা বলেছেন, “আশ্চর্য হয়েছি এই ধরনে গুজবে৷ লকডাউন বাড়ানোর কোনও পরিকল্পনা কেন্দ্রের নেই৷’ কেন্দ্রীয় সরকারের সংবাদমাধ্যম পিআইবি ট্যুইট করে জানিয়েছে, “কিছু গুজব ও সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, ‘২১ দিন পরে ফের লকডাউনের সময়সীমা বাড়ানো হবে৷ কেন্দ্র এই ধরনের দাবি খারিজ করেছেন৷ খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন৷’
