Friday, December 19, 2025

পরিযায়ী-শ্রমিকদের থাকার জন্য নিজের বাড়ি সরকারের হাতে দিলেন বাইচুং ভুটিয়া

Date:

Share post:

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের ফুটবল আইকন বাইচুং ভুটিয়া এবার তাঁর রাজ্যের প্রশাসনের পাশে দাঁড়ালেন।

বাইরের রাজ্য থেকে আসা শ্রমিকরা যাতে মাথা গোঁজার ঠাঁই পান সেজন্য বাইচুং তাঁর নিজের বাড়িটি ব্যবহার করার জন্য সিকিম সরকারের হাতে তুলে দিলেন৷ লকডাউন ঘোষণা করার পর থেকে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা ভিন রাজ্যের শ্রমিকরা। ট্রেন-বাস বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের রীতিমতো রাস্তায় থাকতে হচ্ছিল।
বাইচুং জানিয়েছেন, ‘‘এই লকডাউনে সব থেকে ক্ষতিগ্রস্থ হয়েছে ভিন রাজ্যের শ্রমিকরা। গ্যাংটকে আমার একটা বাড়ি তৈরি হচ্ছে৷ এখনও শেষ হয়নি ৪ তলা এই বাড়ি তৈরির কাজ৷ এখানে ১০০ জন মানুষ থাকতে পারবে।ভিন রাজ্যের শ্রমিকদের থাকার জন্য এই বাড়িটি আমি সিকিম সরকারকে ব্যবহার করতে দিয়েছি৷”
তিনি আরও বলেন, ‘‘সেই সঙ্গে তাদের দরকার অনুসারে খাবারও দিচ্ছি। স্থানীয় প্রশাসনের নিয়মিত যোগাযোগ রাখছি যাতে এটা সঠিক পদ্ধতিতে করা যায়।”
এর সঙ্গে যাঁদের চিকিৎসার প্রয়োজন রয়েছে তাঁদের চিকিৎসা ব্যবস্থা করার জন্যই খেয়াল রাখছেন বাইচুং ভুটিয়া, নিয়মিত যোগাযোগ রাখছেন প্রশাসনের সঙ্গে।

বাইচুং বলেছেন, ‘‘এখনও কেউ করোনায় আক্রান্ত হয়নি। শ্রমিকরা সুস্থ রয়েছে। ডাক্তাররাও দেখছে। ”
ভাইচুং তাঁর এই কথা তাঁর অফিশিয়াল ফেসবুকেও পোস্টও করেছেন। সেখানে তিনি একটি ফোন নম্বরও দিয়েছেন৷ তাঁর ক্লাব ইউনাইটেড সিকিমের ম্যানেজার অর্জুন রাইয়ের নম্বর সেটি।
ভাইচুং লিখেছেন, ‘‘যে কোনও সাহায্যের জন্য ৯৪৩৪১১৭৪৬৫ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।”

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...