Wednesday, November 5, 2025

পরিযায়ী-শ্রমিকদের থাকার জন্য নিজের বাড়ি সরকারের হাতে দিলেন বাইচুং ভুটিয়া

Date:

Share post:

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের ফুটবল আইকন বাইচুং ভুটিয়া এবার তাঁর রাজ্যের প্রশাসনের পাশে দাঁড়ালেন।

বাইরের রাজ্য থেকে আসা শ্রমিকরা যাতে মাথা গোঁজার ঠাঁই পান সেজন্য বাইচুং তাঁর নিজের বাড়িটি ব্যবহার করার জন্য সিকিম সরকারের হাতে তুলে দিলেন৷ লকডাউন ঘোষণা করার পর থেকে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা ভিন রাজ্যের শ্রমিকরা। ট্রেন-বাস বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের রীতিমতো রাস্তায় থাকতে হচ্ছিল।
বাইচুং জানিয়েছেন, ‘‘এই লকডাউনে সব থেকে ক্ষতিগ্রস্থ হয়েছে ভিন রাজ্যের শ্রমিকরা। গ্যাংটকে আমার একটা বাড়ি তৈরি হচ্ছে৷ এখনও শেষ হয়নি ৪ তলা এই বাড়ি তৈরির কাজ৷ এখানে ১০০ জন মানুষ থাকতে পারবে।ভিন রাজ্যের শ্রমিকদের থাকার জন্য এই বাড়িটি আমি সিকিম সরকারকে ব্যবহার করতে দিয়েছি৷”
তিনি আরও বলেন, ‘‘সেই সঙ্গে তাদের দরকার অনুসারে খাবারও দিচ্ছি। স্থানীয় প্রশাসনের নিয়মিত যোগাযোগ রাখছি যাতে এটা সঠিক পদ্ধতিতে করা যায়।”
এর সঙ্গে যাঁদের চিকিৎসার প্রয়োজন রয়েছে তাঁদের চিকিৎসা ব্যবস্থা করার জন্যই খেয়াল রাখছেন বাইচুং ভুটিয়া, নিয়মিত যোগাযোগ রাখছেন প্রশাসনের সঙ্গে।

বাইচুং বলেছেন, ‘‘এখনও কেউ করোনায় আক্রান্ত হয়নি। শ্রমিকরা সুস্থ রয়েছে। ডাক্তাররাও দেখছে। ”
ভাইচুং তাঁর এই কথা তাঁর অফিশিয়াল ফেসবুকেও পোস্টও করেছেন। সেখানে তিনি একটি ফোন নম্বরও দিয়েছেন৷ তাঁর ক্লাব ইউনাইটেড সিকিমের ম্যানেজার অর্জুন রাইয়ের নম্বর সেটি।
ভাইচুং লিখেছেন, ‘‘যে কোনও সাহায্যের জন্য ৯৪৩৪১১৭৪৬৫ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।”

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...