সরকার ও মানুষের কাছে সাংসদ প্রদীপ ভট্টাচার্যের আবেদন

করোনা আপডেট :৩১ মার্চ, রাত ৮ টা। বিশ্ব : আক্রান্ত ৮,০৩,১২৬, মৃত ৩৯,০৩২। দেশ : আক্রান্ত ১২৫১, মৃত ৩২। রাজ্য : আক্রান্ত ২৭, মৃত ৩।

করোনার হামলা সামাল দিতে রাজ্য সরকারের কাছে কিছু প্রস্তাব রেখেছেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। তাঁর দাবি…

★প্রতিটি জেলা সদরের গুরুত্বপূর্ণ হাসপাতালগুলিতে অবিলম্বে কমপক্ষে ২০ শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ড চালু করতে হবে।

★হাসপাতালগুলির বহির্বিভাগ চিকিৎসা, নাম রেজিষ্ট্রেশন ইত্যাদি পরিষেবাকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে।

★ প্রাথমিক স্বাস্থ্যবিধি রক্ষা করার জন্য কিছু স্বাস্থ্য কর্মীদের বিশেষভাবে এই কাজে লাগাতে হবে।

★ সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা আছে বা ছড়িয়েছে এমন এলাকাগুলিকে আগামী ১৪ দিন কঠোর প্রশাসনিক নজরদারির আওতায় আনতে হবে।

সাধারণ নাগরিকদের কাছে সাংসদের আবেদন…

কোনো সন্দেহজনক ঘটনার লক্ষ্মণ দেখলে অবশ্যই প্রশাসনের নজরদারিতে তা আানাও এসময়ে প্রতিটি নাগরিকের কর্তব্য।

আমাদের সচেতনতাই করোনা ভাইরাস ছড়িয়ে পড়াকে আটকাতে পারে বলে আমি মনে করি।

Previous articleতৃণমূল বিধায়কদের অর্থদানের অনুরোধ পার্থ চট্টোপাধ্যায়ের
Next articleBREAKING: অবশেষে অসমেও করোনার থাবা