পথের সাথীদের পাশে মুর্শিদাবাদ

লকডাউনে আটকে পড়া প্রায় ৫০ জন শ্রমিক কোনও যানবাহন না পেয়ে হেঁটে কলকাতা থেকে ঝাড়খন্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। গত তিন দিন চলার পরে মঙ্গলবার মুর্শিদাবাদের ভাবতা এলাকা পৌঁছন তাঁরা। সেখানকার বাসিন্দারা অসহায় শ্রমিকদের খিচুড়ি রান্না করে খাওয়ান। খাবার খেয়ে ফের হেঁটে ঝাড়খন্ডের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। পরিযায়ী শ্রমিকরা জানান, গত তিন দিনে সেই ভাবে কোনও খাবার পাননি। রাস্তায় কোনও সহৃদয় ব্যক্তি শুকনো খাবার দিলে তা খেয়ে হেঁটে চলেছেন ঘণ্টার পর ঘণ্টা। রাস্তায় তাদের পুলিশের বাধার সামনে পড়তে হচ্ছে। তবে এখন শুধু লক্ষ্য একটাই, প্রায় চারশো কিলোমিটার পথ হেঁটে ঝাড়খন্ডে পৌঁছানো।

Previous articleনিজামপুরের করোনা আক্রান্ত যুবককে নিয়ে যা বললেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক
Next articleকরোনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব, নিউটাউনে ধৃত ১