আজ মঙ্গলবার থেকে ব্যাঙ্ক খোলা থাকবে ৪টে পর্যন্ত

চলতি আর্থিক বছরের শেষ দিন আজ মঙ্গলবার৷
তাই ব্যাঙ্কের কিছু নির্দিষ্ট শাখা রাত ১২টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক । সোমবার স্থির হয়েছে, আজ, মঙ্গলবার থেকে ব্যাঙ্ক খোলা থাকবে স্বাভাবিক নিয়ম অনুযায়ীই। অর্থাৎ, ১০টা থেকে ৪টে। গুরুত্ব দেওয়া হয়েছে, পেনশন, বেতন এবং এটিএমে টাকার জোগান অক্ষুণ্ণ রাখার বিষয়ে। তবে সরকারি লেনদেন, আরটিজিএস, এনইএফটি প্রভৃতি পেমেন্টের কারণে ব্যাঙ্কের নির্দিষ্ট শাখা রাত ১২টা পর্যন্ত খোলা থাকবে।
সম্প্রতি স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির বৈঠকে ঠিক হয়, ৩০ মার্চ থেকে ব্যাঙ্কের স্বাভাবিক পরিষেবা যতটা সম্ভব স্বাভাবিক রাখা হবে। খুলে রাখতে হবে ব্যাঙ্কের শাখা ও এটিএম। পরিষেবা দেবেন ব্যাঙ্ক মিত্ররাও।

Previous articleআইসোলেশন থেকে বাইরে এলেন প্রিন্স চার্লস
Next articleরাজ্যে আরও তিন আক্রান্ত