লকডাউনে এবার গরিব মানুষের পাশে চিকিৎসকরা

একদিকে যেমন জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের সুস্থ করে তুলতে দিনরাত সেবা করে যাচ্ছেন চিকিৎসকরা, অন্যদিকে সেই চিকিৎসক মহলেরই আরেকটা অংশ লকডাউনের বাজারে গরীব মানুষদের পাশে দাঁড়ালেন।

আজ, বুধবার বেহালা সরশুনা সোনামুখীতে জীবন অর্ঘ্য মেডিকেল হেলথ সায়েন্স ইউনিট অফ সরশুনা লাক্সমি চ্যারিটেবল অর্গানাইজেশন-এর পক্ষ থেকে ডাক্তাররা দিনমজুর, দিন এনে দিন খায় এমন মানুষদের পাশে দাঁড়ালেন। যাঁরা রিক্সা চালায়, ভ্যান চালায়, তাদের পাশে দাঁড়াবার উদ্দেশ্যে চাল,ডাল,তেল, আলু ,বিস্কুট ,ডিমএবং স্যানিটাইজার পাশাপাশি মাস্কও বিতরণ করলেন ডাক্তাররা। প্রায় দেড়শো জনকে ত্রাণ দেওয়া হয়।

দেখুন ভিডিও…

Previous articleকরোনা মোকাবিলায় ‘দিদিকে বলো’ ঢঙে ফোনে অভিযোগ জানানোর মাস্টার স্ট্রোক
Next articleটিআরপি বাড়াতে আতঙ্ক ছড়াবেন না, নিউজ চ্যানেল-কে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী