করোনা মোকাবিলায় ‘দিদিকে বলো’ ঢঙে ফোনে অভিযোগ জানানোর মাস্টার স্ট্রোক

করোনা মোকাবিলায় মানুষকে সচেতন করার মোড়কে জনসংযোগের সুকৌশলী প্রচারকে অন্যমাত্রা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘দিদিকে বলো’ প্রচারের মতোই তৃণমূলের ওয়েবসাইটে একটি ফোন নম্বর দেওয়া হয়েছে। যেখানে লকডাউন চলাকালীন কেউ কোনও বিপদে পড়লে ফোন করতে বলা হয়েছে। দেওয়া হয়েছে সাহায্যের নিশ্চয়তা। রাজনৈতিক মহল বলছে এটা আসলে প্রশান্ত কিশোরের আর একটি নয়া সুকৌশলী চাল।

দিদিকে বল কর্মসূচি ব্যাপক সাফল্যের পর সেই আদলকেই করোনা মোকাবিলায় সামনে রাখা হয়েছে। রাজনীতি নয়, এই বিপদে রাজ্যের মানুষের পাশে থাকাটাই জরুরি। একদিকে তিনি পথে নেমে মানুষকে সাহস যোগাচ্ছেন, নিয়ম বলছেন, সরেজমিনে পরিস্থিতি যাচাই করছেন। আর ওয়েব সাইটের ফোনে আসা অভিযোগ থেকে বুঝে নিতে চাইছেন তাঁর সিদ্ধান্তের ইমপ্লিমেনটেশনের কোথায় সমস্যা হচ্ছে। সুপ্রশাসকের নজির গড়ছেন এই কঠিন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়।

Previous articleকরোনার দাপট কমতেই চিনে চালু ‘ওয়েট মার্কেট’
Next articleলকডাউনে এবার গরিব মানুষের পাশে চিকিৎসকরা