ত্রাণকার্যে ব্যবহারের জন্য বেলুড় মঠে ২ হাজার কিলো চাল দিলেন সৌরভ

করোনা আপডেট :১ এপ্রিল, রাত ৯টা। বিশ্ব : আক্রান্ত ৮,৮২,০৬৮, মৃত ৪৪,১৩৬। দেশ : আক্রান্ত ১৬৩৭, মৃত ৪৫। রাজ্য : আক্রান্ত ৪১, মৃত ৪।

করোনা পরিস্থিতিতে ত্রাণকার্যে ব্যবহারের জন্য বেলুড় মঠে ২ হাজার কিলো চাল তুলে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার দুপুরে তিনি বেলুড় মঠে যান। পরে জানান, “রামকৃষ্ণ মিশনের মহারাজদের সঙ্গে কথা বলে জেনেছি ২১ দিনে দেড়লক্ষ কিলো চাল প্রয়োজন। আজ ২ হাজার কিলো দিয়ে গেলাম। পরে আরও পাঠাবো। বাগবাজারে মায়ের মন্দিরেও চাল পাঠাব। ১৯৯৬ থেকে এভাবেই মানুষের বিপদে পাশে থাকি। ছোটবেলায় বাবার সঙ্গে এখানে এসেছিলাম। প্রায় খালি বেলুড় মঠ দেখে ভালো লাগল।”
সৌরভ একইসঙ্গে সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বলেন, “রাস্তাঘাট এতো ফাঁকা আমি কেন, কেউই কোনওদিন দেখেনি। তবু যাঁরা বিনা প্রয়োজনে বেরোচ্ছেন তাঁদের বলব, ঘরে থাকুন। রাজ্য ও কেন্দ্রীয় সরকার এবং স্বাস্থ্য দফতর যে নির্দেশিকা দিয়েছে তা মেনে চলুন।”

Previous articleএক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ঘুরলো করোনা আক্রান্ত শিশু! তারপর…
Next articleএবার করোনা সংক্রমণ বিমানবাহী জাহাজে