আজ থেকে টানা তিন দিন মহারাজ রাস্তায়

৫০ লক্ষ টাকা আগেই দিয়েছিলেন করোনা তহবিলে। এবার লকডাউনে থাকা মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে টানা তিনদিন রাস্তায় নামছেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ, বুধবার ও কাল এবং পরশু অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার টানা এই কর্মসূচিতে রাজ্যের দরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন। একটি চাল সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই কর্মযজ্ঞে নামছেন তিনি।

বুধবার : দুপুর আড়াইটে নাগাদ বেলুড় মঠে কর্মসূচি। দুঃস্থদের হাতে তুলে দেবেন চাল ও অন্যান্য খাবার সামগ্রী।

বৃহস্পতিবার : রাসবিহারী রোডে ভারত সেবাশ্রম সঙ্ঘে বিকেলে একইভাবে চাল ও অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে।

শুক্রবার : শুক্রবার বিকেলে একটি এনজিও সংস্থার মাধ্যমে চাল বন্টন। এছাড়া যেসব এনজিও এই সময়ে কাজ করছে, তাদের হাতেও চাল তুলে দেবেন সৌরভ।

Previous articleনিজামুদ্দিনের ঘটনা কী দেশের ‘নয়া কেলেঙ্কারি’ হবে! অভিজিৎ ঘোষের কলম
Next articleকণ্ঠস্বর শুনেই বলে দেবে আপনি করোনায় আক্রান্ত কিনা