ভিন রাজ্যে আটকে পড়া বাঙালিদের পাশে অভিষেক

করোনা আপডেট :২ এপ্রিল, রাত ৮ টা। বিশ্ব : আক্রান্ত ৯,৫৯,৬৯০, মৃত ৪৯,১৫৪। দেশ : আক্রান্ত ২০৩২, মৃত ৫৮। রাজ্য : আক্রান্ত ৩৪, মৃত ৩।

নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের মানুষের পাশে দাঁড়ানোর পর ফের ভিন রাজ্যে আটকে পড়া বাঙালিদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লকডাউনের জেরে এখনও দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন এ রাজ্যের অনেক বাসিন্দা। তেমনই গুজরাটের আহমেদাবাদে আটকে রয়েছেন ৩২ জন বাঙালি। দীর্ঘদিন কঠিন পরিস্থিতির মধ্যে থাকার ফলে ফুরিয়েছে রসদ এবং অর্থ। শিশু বা বয়স্কদের মুখে খাবার তুলে দেওয়ার মতো পরিস্থিতি নেই তাঁদের। উপায় না দেখে সোশ্যাল মিডিয়ায় সাহায্যে আর্জি জানান আটকে পড়া বাঙালিরা। আর তা দেখেই তাঁদের আবেদনে সাড়া দিলেন অভিষেক। ওই ৩২ জন ডায়মন্ড হারবার থেকেই গিয়েছিলেন গুজরাটে। লকডাউনের জেরে আটকে পড়েন আহমেদাবাদে। সেই খবর পেতেই ২০ হাজার টাকা তাঁদের কাছে পৌঁছে দিয়েছেন তৃণমূল সাংসদ। যাতে এখনই তাঁরা খাবারের ব্যবস্থা করতে পারেন। সাহায্য পেয়ে আপ্লুত আটকে পড়া ডায়মন্ড হারবারের বাসিন্দারা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে নিজেদের সাংসদকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন তাঁরা।

লকডাউনের প্রথম থেকেই রাজ্যের মানুষের সাহায্যে কাজ করে চলেছেন অভিষেক। নিজের লোকসভা কেন্দ্রে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পাঠিয়েছেন। পাশাপাশি, করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়া ত্রাণ তহবিলেও এক কোটি টাকা অনুদান দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল যুব কংগ্রেস। এবার ভিন রাজ্যে আটকে পড়া বাঙালিদের পাশেও দাঁড়ালেন তিনি।

Previous articleধেয়ে আসছে জোড়া ঘূর্ণাবর্ত! কী বলছে হাওয়া অফিস
Next articleখাঁ খাঁ করছে মুম্বাইয়ের রাস্তা, মাঝেই দেখা মিলল ময়ূরের