দিল্লির নিজামুদ্দিনের ধর্মীয় সভা থেকে ফেরা লোকেদের চিহ্নিত করার কাজ চলছে দেশ জুড়ে। বুধবার, রাতে কাঁকিনাড়া নয়া বাজার এলাকা থেকে নিজামুদ্দিন ফেরত ১০ জনকে চিহ্নিত করে প্রশাসন। তাঁদের স্থানীয় ভাটপাড়া হাসপাতালে নিয়ে যায় ভাটপাড়া থানার পুলিশ। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পরে তাদের দেহে করোনা সংক্রমণের কোনও প্রমাণ পাওয়া যায়নি। কিছু না পাওয়া গেলেও বেলেঘাটা সরকারি হাসপাতালে বৃহস্পতিবার পুনরায় পরীক্ষা করা হবে।
