এবার আইসোলেশন ওয়ার্ডে কলের নার্স

যদি আপনি বাংলা সিরিয়াল দেখতে ভালবাসেন, এবং যদি আপনি কোন সময় ‘কলের বউ’ নামক সিরিয়ালটি দেখে থাকেন, তাহলে আপনার কাছে কনসেপ্টটি ক্লিয়ার হবে। জয়পুরের হাসপাতলে রোবট নার্সের ব্যবহারের পর এবার করোনা আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নার্সদের যাতায়াত কমাতে রোবট বানিয়ে ফেলল গুয়াহাটি আইআইটি। আইআইটি পড়ুয়াদের বানানোর দুটি রোবটের একটি খাবার পরিবেশন করবে অপরটি ময়লা পরিষ্কার করবে। এখনো পর্যন্ত রোবট দুটির কর্মক্ষমতা পরীক্ষা স্তরে আছে। পরীক্ষা সফল হলে আইসোলেশন ওয়ার্ডে নার্সদের যাতায়াত কমলে অবশ্যই কমবে ঝুঁকি।

Previous articleচিন-আমেরিকার তু তু ম্যায় ম্যায়, শিকে ছিঁড়তে পারে ভারতের
Next articleভারতীয় ও চিনাদের ভিসা না দেওয়ার আর্জি ট্রাম্পের কাছে