একসঙ্গে দুসপ্তাহের রেশন, অযথা ভিড় না করার বার্তা পর্যটনমন্ত্রীর

করোনা আপডেট :২ এপ্রিল, রাত ৮ টা। বিশ্ব : আক্রান্ত ৯,৫৯,৬৯০, মৃত ৪৯,১৫৪। দেশ : আক্রান্ত ২০৩২, মৃত ৫৮। রাজ্য : আক্রান্ত ৩৪, মৃত ৩।

রেশন ব্যবস্থা নিয়ে শহর শিলিগুড়িতে ব্যাপক অনিয়ম চলছে বলে অভিযোগ। আর তাই বৃহস্পতিবার পূর্ত দফতরের বাংলোতে রেশন ডিলারদের নিয়ে বৈঠক করেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।

এদিন বৈঠকে তিনি জানান, যাদের রেশন কার্ড আছে তাঁরা সকলেই রেশন পাবেন। কিরে এড়াতে একেবারে দু সপ্তাহের রেশন দেওয়া হচ্ছে। অযথা অশান্তি করার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে কেউ যাতে অভুক্ত না থাকে তার জন্য সব জায়গায় রেশন দেওয়া হচ্ছে। সবাই যাতে রেশন পায় তা ডিলারদের দেখার নির্দেশ দিয়েছেন পর্যটন মন্ত্রী। প্রচুর খাদ্য দ্রব্য রয়েছে। তাই অযথা তাড়াহুড়ো বা ভিড় করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি।

Previous articleরাজ্যের বিশেষজ্ঞ কমিটি বলল বাংলায় করোনায় মৃত ৭, খানিক বাদেই মুখ্যসচিব জানালেন করোনায় মৃত ৩!
Next articleইউবিআই মিশে গেল পিএনবি র সঙ্গে, মুছে গেল ৪ বাঙালির ভূমিকা