করোনা মোকাবিলায় এবার এগিয়ে এলেন ঋতুপর্ণা

করোনা আপডেট :৩ এপ্রিল, রাত ৯ টা। বিশ্ব : আক্রান্ত ১০,৩৯ ,১৫৮, মৃত ৫৫,১৬৩। দেশ : আক্রান্ত ২৫৬৭ , মৃত ৭২। রাজ্য : আক্রান্ত ৩৮, মৃত ৩।

মারণ ভাইরাস করোনা মোকাবিলায় এখন সমাজের সকল শ্রেণীর মানুষ একজোট হয়ে লড়ছে। এই নরখাদক ভাইরাসকে রুখতে যে যেভাবে পারছে এগিয়ে আসছে।

এই পরিস্থিতিতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। করোনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জরুরি ভিত্তিতে তৈরি ত্রাণ তহবিল এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেওয়ার কথা জানালেন ঋতুপর্ণা। মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তহবিলে মোট ১ লক্ষ, ৫০ হাজার টাকার অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

পাশাপাশি, টলিগঞ্জের টেকনিশিয়ানস-সহ বিভিন্ন দৈনিক রোজগেরে কলাকুশলীদের জন্য ইতিমধ্যেই ১০ হাজার টাকা অনুদান দিয়েছেন ঋতুপর্ণা। প্রতি সপ্তাহে ২০০ জন মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সেইসঙ্গে শহরের দুটি স্বেচ্ছেসেবী সংস্থার মাধ্যমে লেক গার্ডেন ও টালিগঞ্জ এলাকার বেশকিছু দরিদ্র মানুষের হাতে চাল, ডাল, আলু-র মতো প্রয়োজনীয় সামগ্রীও তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

Previous articleশুক্রবার রাত ৮টা থেকে ৪৮ ঘণ্টার শাটডাউন ওড়িশার ভুবনেশ্বর ও ভদ্রকে
Next articleকরোনা-যুদ্ধ বাধা পেয়েছে পরিযায়ী শ্রমিক-জমায়েত ও তবলিগি’র ঘটনায়: রাষ্ট্রপতি