রাজ্যে প্রথম কোনও স্বাস্থ্যকর্মীকে করোনার থাবা, সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি এক নার্স

করোনা আপডেট :৩ এপ্রিল, রাত ৮ টা। বিশ্ব : আক্রান্ত ১০,৩৯ ,১৫৮, মৃত ৫৫,১৬৩। দেশ : আক্রান্ত ২৫৬৭ , মৃত ৭২। রাজ্য : আক্রান্ত ৩৮, মৃত ৩।

লকডাউনের মধ্যেই এবার রাজ্যে করোনা আক্রান্ত এক নার্স। এই রাজ্যে এই প্রথম কোনও স্বাস্থ্যকর্মীর শরীরে মিলল কোভিড-১৯ ভাইরাস। জানা গিয়েছে, নাগেরবাজারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বিমানবন্দর এলাকার বাদিন্দা ওই নার্সকে।

তবে সবচেয়ে চিন্তার কারণ, সাম্প্রতিক অতীতে তাঁর বিদেশ বা ভিন রাজ্যে সফরের কোনও রেকর্ড নেই। ফলে এই ঘটনা থেকে কমিউনিটি ট্রান্সমিশন বা গোষ্ঠি সংক্রমণের আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল।

আগামী ১৪ দিনে দেশ তথা রাজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ, বিশেষজ্ঞরা মনে করছেন এই সময় কালের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে কোভিড-১৯। তাই লকডাউন বজায় রাখতে আরও কড়া হয়েছে প্রশাসন। রাজ্যবাসীকে অকারণে বাড়ির বাইরে না বেরনোর অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের তরফেও লকডাউন রক্ষায় কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। আর তা নাহলে সমূহ বিপদ অপেক্ষা করছে।

Previous articleনিউমোনিয়ায় মৃত্যু যুবকের, লকেটের দাবি কেন করোনা পরীক্ষা করা হল না
Next articleকরোনার মোকাবিলায় খরচে লাগাম টানতে ৫ দফা সিদ্ধান্ত রাজ্যের! বন্ধ নিয়োগ-প্রকল্প