করোনার মোকাবিলায় খরচে লাগাম টানতে ৫ দফা সিদ্ধান্ত রাজ্যের! বন্ধ নিয়োগ-প্রকল্প

করোনা আপডেট :৩ এপ্রিল, রাত ৮ টা। বিশ্ব : আক্রান্ত ১০,৩৯ ,১৫৮, মৃত ৫৫,১৬৩। দেশ : আক্রান্ত ২৫৬৭ , মৃত ৭২। রাজ্য : আক্রান্ত ৩৮, মৃত ৩।

মারণ ভাইরাস কোভিড-১৯ বা করোনা মোকাবিলায় গোটা দেশের মতোই রাজ্যজুড়ে চলছে লকডাউন। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে কার্যত সবই বন্ধ। খুব স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়েছে রাজ্য সরকারের রাজকোষে। এবং তার মধ্যে থেকেই করোনার জন্য বিপুল অর্থ ব্যয় হচ্ছে সরকারের।

এই কঠিন পরিস্থিতিতে তাই নতুন নিয়োগ বন্ধের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। একইসঙ্গে স্থগিত করে দেওয়া হল নতুন সব প্রকল্পও। তবে বেতন, পেনশন, কন্যাশ্রী-সহ অন্যান্য প্রকল্পের খাতে খরচ বন্ধ হবে না বলেও জানিয়েছে রাজ্য।

করোনার মোকাবিলায় খরচে লাগাম টানতে যে ৫ দফা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার–

১) নতুন নিয়োগ বন্ধ।

২) আপাতত নতুন প্রকল্প নয়।

৩) সরকারি দফতরে এখন কোনও গাড়ি-কম্পিউটার-ফার্নিচার কেনা যাবে না।

৪) গাড়ি ভাড়াও করা যাবে না।

৫) GPF থেকে শুধুমাত্র শিক্ষা, চিকিৎসা ও বিবাহ খাতে টাকা তোলা যাবে।

Previous articleরাজ্যে প্রথম কোনও স্বাস্থ্যকর্মীকে করোনার থাবা, সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি এক নার্স
Next articleশুক্রবার রাত ৮টা থেকে ৪৮ ঘণ্টার শাটডাউন ওড়িশার ভুবনেশ্বর ও ভদ্রকে