টোকিও অলিম্পিক: ভারতকে পাশে পেয়ে খুশি আইওসি

করোনার জেরে এক বছর পিছিয়ে গিয়েছে টোকিও অলিম্পিক। পরের বছর সুষ্ঠু ভাবে অলিম্পিকের আয়োজন করাই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে ভারতকে পাশে পেয়ে খুশি কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি পাঠিয়েছেন টমাস বাখ। ওই চিঠিতে মোদিকে ধন্যবাদ জানিয়েছেন বাখ। তিনি লিখেছেন, ” করোনার বিরুদ্ধে লড়াইয়ে আইওসি-র ভূমিকার কথা তুলে ধরেছেন করেছেন জি-২০ র শীর্ষ বৈঠকে। এই পরিস্থিতিতে যেভাবে টোকিও অলিম্পিকের পাশে দাঁড়িয়েছেন তার জন্য কৃতজ্ঞ। ”
প্রসঙ্গত, করোনা জেরে বাধ্য হয়ে পিছিয়ে দিতে হয় টোকিও অলিম্পিক। সব কিছু ঠিক থাকলে ২০২১ সালের জুলাই মাসে অনুষ্ঠিত হবে অলিম্পিক।

Previous articleকরোনা, লকডাউন ও অর্থনীতি: শঙ্কিত দেশবাসীকে আস্থা জোগাতেই নতুন কর্মসূচির ডাক মোদির
Next articleবড় খবর: মৃতদেহ থেকে ছড়ায় না করোনাভাইরাস, জানাল স্বাস্থ্য দফতর