নিজামুদ্দিনের ঘটনা নিয়ে মুখ খুললেন নুসরত জাহান

নুসরত জাহান

নিজামুদ্দিন কাণ্ড নিয়ে এবার সরব হলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে নুসরত জাহান বলেন, “কয়েকজনের জন্য লক্ষ লক্ষ দেশবাসী বিপদের মুখে পড়েছেন। এটা চরম দায়িত্বজ্ঞানহীনতা। যারা ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এই ঘটনায় তাঁরাই বেশি দায়ী।”

করোনা নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। শরীরে করোনার লক্ষণ দেখা দিলে তা লুকিয়ে না রাখার আর্জি জানিয়েছেন সাংসদ। তাঁর কথায়, ধর্মীয় মেরুকরণের না গিয়ে একসঙ্গে লড়াই করতে হবে। তিনি বলেন, “ধর্ম বা জাতি দেখে শরীরে রোগ থাবা বসায় না। এটা রাজনীতি করার সময় নয়। ভাইরাসের সঙ্গে লড়াই করে প্রাণে বাঁচতে হবে। “

Previous articleটানা তিন সপ্তাহ লকডাউনের পর ট্রেন কি চলবে? জানাল রেলমন্ত্রক
Next articleলকডাউনে এবার অনাথ শিশুদের পাশে মিমি