লকডাউন উঠলেও ১৫ এপ্রিলের পরেও টিকিট বিক্রি করবে না এয়ার ইন্ডিয়া !

আগামী ১৫ এপ্রিল থেকে দেশে লকডাউন উঠে যাচ্ছে । এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে এমনই জানানো হয়েছে ।এই লকডাউন শিথিল হলেই বন্ধ বিমান পরিষেবা ফের চালু হওয়ার কথা । কিন্তু তার পরেও টিকিট বিক্রি করবে না সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ এপ্রিল দেশে লকডাউন উঠে গেলে কেন্দ্রের পরবর্তী নির্দেশের অপেক্ষায় থাকবে তারা। সে কারণেই ৩০ এপ্রিল পর্যন্ত বুকিং বন্ধ রাখা হয়েছে।
এদিকে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সচিব কুলদীপ সিংহ খেরেলা জানিয়েছেন, ১৪ এপ্রিলের পর থেকে বিমানসংস্থাগুলি টিকিট বুকিং শুরু করতেই পারে। এমনকি অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ পুরী আরও একধাপ এগিয়ে বলেছেন, বাইরের দেশগুলির পরিস্থিতি পর্যালোচনা করার পরেই ১৫ এপ্রিল থেকে আন্তর্জাতিক বিমান চলাচলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

Previous articleশহরে আটকে থাকা মার্কিনিদের বিশেষ বিমানে ফেরানো হবে রবিবার
Next articleএকদিনে রেকর্ড মৃত্যু মার্কিন মুলুকে