করোনার উপসর্গ! পরীক্ষার ফতোয়া জারি দারুল উলুম ফিরাঙ্গি মহলের

করোনার উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা এবং চিকিৎসা করাতে হবে। এমনই ফতোয়া জারি করল লখনউ- এর দারুল উলুম ফিরাঙ্গি মহল। বৃহস্পতিবার, জারি করা ফতোয়াতে বলা হয়েছে, যদি কেউ তার নিজের জীবন ও অন্যের জীবনকে বিপদে ফেলা কোরান অনুসারে এটি মানবতার বিরুদ্ধে অপরাধ এবং ইসলাম নিষিদ্ধ।

ওই ফতোয়ায় অন্যতম স্বাক্ষরকারী মৌলানা খালিদ রশিদ বলেন, “করোনভাইরাস মহামারি আকারে পরিণত হয়েছে। তাই আমরা ফতোয়া জারি করেছি যাদের কোভিড -১৯ উপসর্গ রয়েছে, তাঁরা লুকিয়ে না থেকে বাধ্যতামূলক ভাবে পরীক্ষা এবং চিকিৎসা করান।”

Previous articleরবিবার রাত ৯টার পরে বিদ্যুৎ বিভ্রাট? আশঙ্কায় বিশেষজ্ঞরা
Next articleরেশন সামগ্ৰী কম দেওয়ায় প্রতিবাদ, খুনের হুমকি গ্ৰামবাসীকে