নিজের অফিসকে কোয়ারেন্টাইন সেন্টার ঘোষণা করে মানবিকতার নজির গড়লেন শাহরুখ

করোনা আপডেট :৪ এপ্রিল, রাত ৮ টা। বিশ্ব : আক্রান্ত ১১,৩৮,৩৫৭। মৃত ৬১,১৪৪। দেশ : আক্রান্ত ৩০৮২, মৃত ৮৬। রাজ্য : আক্রান্ত ৪৯, মৃত ৩।

বলিউড অভিনেতা ‘কিং খান’ সত্যিই আবার একজন ‘কিং’-এর মত কাজ করলেন। শুক্রবারে তিনি করোনা মোকাবিলার জন্য একগুচ্ছ প্যাকেজের কথা ঘোষণা করেছিলেন। এবার তিনি নিজের চারতলার অফিস ছেড়ে দিলেন জনসাধারণের জন্য। সেখানে তৈরি হবে কোয়ারেন্টাইন সেন্টার।

শনিবার সকালে গ্রেটার মুম্বই পুরসভার পক্ষ থেকে একটি টুইট করা হয়। সেই টুইটে শাহরুখ এবং তাঁর স্ত্রী গৌরীকে ধন্যবাদ জানিয়ে লেখা হয়, “শাহরুখ এবং গৌরী খান তাঁদের ব্যক্তিগত চার তলা অফিসটি শিশু, মহিলা এবং বয়স্কদের কোয়রান্টাইন সেন্টার হিসেবে দান করার মতো যে পদক্ষেপ নিলেন তা নিঃসন্দেহে সুচিন্তার প্রতিফলন।” এইভাবে আরও একবার মানবিকতার নজির গড়লেন বলিউডের কিং খান।

 

Previous articleরেলের টিকিট ১৫ এপ্রিল থেকে!
Next articleকরোনা সঙ্কটের মধ্যেই শহরে ফের রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া! এবার ভাইয়ের মৃতদেহ আগলে দিদি