করোনাযুদ্ধে বিজেপি কর্মীদের কী বার্তা দিলেন মোদি?

করোনাযুদ্ধে এবার নিজের দলের কর্মীদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির চল্লিশতম প্রতিষ্ঠা দিবসে লকডাউনের মধ্যে দলীয় কর্মীদের পাঁচদফা বার্তা দিলেন মোদি। বললেন, কোনও দরিদ্র মানুষ যেন লকডাউনের মধ্যে ক্ষুধার্ত ও অভুক্ত না থাকেন, এটা দেখতে হবে বিজেপি নেতা-কর্মীদের। অবিরত সেবা অভিযানের মাধ্যমে গণবণ্টনের সামগ্রী দরিদ্রদের কাছে পৌঁছনো নিশ্চিত করতে হবে। মানুষের কাছে গিয়ে সোশ্যাল ডিসটেন্সিং বজায় রাখা ও মাস্ক পরার প্রচার করতে হবে। করোনা মোকাবিলা তহবিলে অর্থ দেওয়ার জন্য দলীয় কার্যকর্তা ও কর্মীদের আহ্বান জানান মোদি।

Previous articleএবার প্রমাণের দায়, আমরাই কেন সেরা !
Next articleলকডাউনে বাংলাদেশে আটকে ভারতীয় ট্রাক চালকরা