লুঙ্গি পরে বিন্দাস ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালাচ্ছেন এই বিখ্যাত শিল্পপতি

প্রতীকী ছবি

করোনাভাইরাস থেকে বাঁচতে গোটা দেশজুড়ে চলছে লকডাউন। সরকারি বেসরকারি বেশিরভাগ দফতরই বন্ধ। Work From Home-র সংখ্যা বেড়ে বহুগুণ৷ বহু অফিসই এখন বন্ধ৷ কর্মীরা কাজ করছেন বাড়ি থেকেই৷ সে নিয়ে নানা মজার ভিডিও ও মিম বাজারে হিট৷

বাাড় থেকে কাজ শুনতে সহজ মনে হলেও ধকল দ্বিগুণ৷ তবে তারমধ্যেও বাড়িতে বসে কাজের কিছু সুবিধা তো রয়েছেই৷ একেবারে চেনা গন্ডির মধ্যে নিজের মতো করা কাজ করার আরামই আলাদা৷ তার ওপর ঘরোয়া পোশাকে আরাম৷ একথা নিজেই জানিয়েছেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রা৷ তিনি বলেছেন যে কখনও কখনও Work From Home-এ হওয়া বিজনেস কনফারেন্সে তিনি লুঙ্গির ওপর শার্ট পরে বেসেছেন৷ অর্থাৎ ল্যাপটপ স্ক্রিনে তিনি কেতাদুরস্ত হলেও আদতে ঘরের আরামেই করেছেন কাজ৷

Previous articleহোম কোয়ারেন্টাইনে কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা
Next articleকোন্নগরে বোমা নয়, আতঙ্ক ছড়াতে চেয়েছিল কেউ: জানাল সিআইডি