নোবেলজয়ী অর্থনীতিবিদের নেতৃত্বে মুখ্যমন্ত্রীর গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ডে আর কারা আছে জানেন?

করোনা আপডেট :৭ এপ্রিল, রাত ৯ টা। বিশ্ব : আক্রান্ত ১৩,৫৯,৮৫৪। মৃত ৭৪,৮৫৬। দেশ : আক্রান্ত ৪,৮৫৮, মৃত ১১৪। রাজ্য : আক্রান্ত ৬৯, মৃত ৫।

করোনার জেরে গোটা বিশ্বজুড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনীতি। ব্যাতিক্রম নয় আমাদের রাজ্য পশ্চিম বাংলাও। এই মারণ ভাইরাসের হাত থেকে কবে মানুষ মুক্তি পাবে, সেটাও অজানা।

শেষপর্যন্ত মহামারি কেটে গেলে কীভাবে রাজ্যের আর্থিক অবস্থার উন্নতি ঘটানো যায় তার জন্য আগাম একটি উপদেষ্টা কমিটি তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল, সোমবার সাংবাদিক বৈঠকে মুখমন্ত্রী জানিয়েছিলেন, এই কমিটিতে আপাতত নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দেবেন। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন রিজিওনাল ডিরেক্টর ড. স্বরূপ সরকারকে রাখা হচ্ছে। পরে পরিস্থিতি অনুযায়ী কমিটির সদস্য সংখ্যা বাড়ানো হবে।

চব্বিশ ঘন্টার মধ্যেই পূর্ণাঙ্গ গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ড ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ৮ সদস্যের এই বোর্ড-এর সকলকে দেখে নিন—

Previous articleকরোনা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক বীরভূমে
Next articleমুখ্যমন্ত্রীই লকডাউনকে গুরুত্বহীন করছেন, তোপ দিলীপের