করোনা মোকাবিলা: পুলিশকে সম্মান নাগপুরের বাসিন্দাদের

করোনাভাইরাসের দাপটে জেরবার সারা দেশ। মৃত্যু হয়েছে প্রায় ১৫০ জনের। আক্রান্ত ৫ হাজারের বেশি। এর মধ্যে সবথেকে বেশি প্রভাব পড়েছে মহারাষ্ট্রে। রাজ্য সামলাতে নাজেহাল অবস্থা পুলিশের। তাই তাঁদের ধন্যবাদ জানালেন নাগপুরের বাসিন্দারা। তাঁদের মাথায় ফুল ছুড়ে, হাততালি দিয়ে ধন্যবাদ জানালেন তাঁরা।

নাগপুরের গিট্টিখাদানে ডেপুটি কমিশনার অফ পুলিশ বিনীতা সাহুর নেতৃত্বে রুট মার্চ করছিলেন ৬০ পুলিশকর্মী।
সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হচ্ছিল। মাস্ক পরা, পরিবারের প্রত্যেকের স্বাস্থ্যের খেয়াল রাখার কথা বলেন পুলিশ কর্মীরা। অঞ্চলের বাসিন্দারা অভিবাদন জানান পুলিশকে।

নাগপুর সিটি পুলিশ টুইটারে ওই ভিডিও পোস্ট করেছে। তাঁরা জানিয়েছে, শহরবাসী যে সম্মান দেখিয়েছেন তাতে তাঁরা মুগ্ধ। এটা তাঁদের কাছে গর্বের। এভাবেই আগামী দিনে কাজ করবেন বলে জানিয়েছেন তাঁরা।

 

Previous article“হনুমানজি রামচন্দ্রকে সঙ্কট থেকে উদ্ধার করেছিলেন, করোনা দূর করতে পবনপুত্রকে স্মরণ করুন”
Next articleমৃত্যুর পারসেন্টেজ কি সঠিক? কী বলছেন গবেষক?