শহরের প্রথম স্যানিটাইজিং গেট! যা শুধু হাত নয়, পুরো শরীরকেই করবে জীবাণুমুক্ত

কলকাতা শহরের প্রথম কোনও স্যানিটাইজিং গেট। যা বসানো হয়েছে হগ মার্কেটে। গেটের লাগানো হয়েছে স্প্রিংলার। যার মাধ্যমে বিন্দু বিন্দু জল বের হবে। জলে মেশানো আছে হাইড্রোজ-সহ প্যারাঅক্সাইড। যা শুধু হাত নয়, গেট অতিক্রম করার সময় গোটা শরীর স্যানিটাইজ করবে।

শহরের মধ্যে হগ মার্কেটের ১ নম্বর যেতেই এটা প্রথম পরীক্ষামূলক হিসাবে ব্যবহার করা হচ্ছে। আগামীতে আরও ৭১টি মার্কেটে এই গেট বসানো হবে জানা গিয়েছে।

Previous articleমোদিকে চিঠি বাংলার এক অষ্টম শ্রেণীর ছাত্রের
Next articleলকডাউনে বেসরকারি স্কুলগুলিকে মানবিক আবেদন শিক্ষামন্ত্রীর, কী বললেন তিনি?