করোনা মোকাবিলায় ‘ বিদ্রোহী ‘ গোপীনাথনের দ্বারস্থ হল কেন্দ্র

কাশ্মীরে নাগরিকদের অধিকার খর্ব করার অভিযোগ তুলেছিলেন তিনি। সেই অভিযোগ তুলে পদত্যাগ করেন আইএএস কান্নান গোপীনাথন। এবার তাঁর দ্বারস্থ হল কেন্দ্রীয় সরকার।

ঘটনার প্রায় ৮ মাস পেরিয়েছে। একাধিক সমাবেশে প্রকাশ্যে কেন্দ্রীয় সরকারের বিরোধিতাও করেছেন তিনি। করোনা মোকাবিলায় আইএএস কান্নান গোপীনাথনেরই দ্বারস্থ হল কেন্দ্র। করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে দ্রুত কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

কেন্দ্র সরকারের যুক্তি, গোপীনাথনের ইস্তফাপত্র গ্রহণ করা হয়নি। গোপীনাথনের অভিযোগ, কোনও সৎ উদ্দেশ্য নিয়ে কাজে ফিরতে বলা হয়নি। উপরন্তু তাঁকে হেনস্থা করতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে তাঁর ধারণা। তিনি বলেন, “আমি স্বেচ্ছায় মানুষের সেবা করব। কিন্তু আইএএস হিসেবে নয়।

Previous articleএকসঙ্গে জুম্মার নমাজে অনেকে, বচসায় আহত সাত
Next articleলকডাউনে নিম্নবিত্তদের খাবার দিচ্ছে আইএনটিটিইউসি