সব ধরনের লড়াই ব্যর্থ করে গোটা দুনিয়ার লক্ষাধিক প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস৷

বিশ্বত্রাস করোনার কোপে মৃতের সংখ্যা ছাড়ালো এক লক্ষ।

কোভিড-১৯, এই মুহূর্তে যে এলাকাকে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে তা হল আমেরিকার নিউইয়র্ক। পরিস্থিতি এমনই, সেখানকার হাট আইল্যান্ডে এখন চলছে গণকবর তৈরির কাজ। দিনের পর দিন বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা৷ অথচ মর্গে দেহ রাখার জায়গা নেই। আমেরিকাই এখন করোনা ভাইরাসের ‘হটস্পট’। আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৭০ হাজারের কাছাকাছি মৃতের সংখ্যা ১৬ হাজার ৭০০।