গ্রাহকদের জোড়া স্বস্তির খবর দিল LIC

দেশজুড়ে লকডাউন চলাকালীন গ্রাহকদের স্বস্তির খবর দিল রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা LIC। জোড়া স্বস্তির খবর দিলে LIC। প্রথমত বাড়ানো হয়েছে মার্চ ও এপ্রিল মাসের প্রিমিয়াম দেওয়ার সময়সীমা, অন্যদিকে তেমনি জানিয়ে দেওয়া হল, করোনায় মৃত্যু হলেও নিয়ম মেনে বিমার টাকা পাবেন গ্রাহকদের পরিজনরা। এবং সেই টাকা পাওয়ার জন্য বেশি কাঠখড়ও পোড়াতে হবে না। অগ্রাধিকারের ভিত্তিতে গ্রাহকদের অর্থের ব্যবস্থা করবে ভারতীয় জীবন বিমা নিগম।

শনিবার এলআইসি (Life Insurance Corporation of India) কর্তৃপক্ষ প্রেস বিবৃতিতে জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের প্রিমিয়াম জমা দেওয়ার সময়সীমা আগেই বাড়ানো হয়েছিল। এবার মার্চ এবং এপ্রিল মাসের প্রিমিয়াম দেওয়ার সময়সীমাও ৩০ দিন বাড়ানো হল।

শুধু তাই নয়, ভারতীয় জীবন বিমা নিগম সাফ জানিয়ে দিয়েছে, করোনায় কোনও গ্রাহকের মৃত্যু হলে তাঁর বিমার টাকা নিয়ম মেনেই পাবেন পরিজনরা। সেই টাকা পেতে গ্রাহকদের যাতে কাঠখড় না পোড়াতে হয়, সেজন্য করোনা সংক্রান্ত সমস্ত কাজ অগ্রাধিকারের ভিত্তিতে করা হবে। এলআইসির এই ঘোষণাগুলিতে দেশের কোটি কোটি মানুষ উপকৃত হবেন, তা বলার অপেক্ষা রাখে না।

Previous articleলকডাউনের মেয়াদ বাড়ায় ফের পিছল আইপিএল?
Next articleভারত থেকে আমেরিকায় পৌঁছাল ৩৫ লক্ষ ‘হাইড্রক্সিক্লোরোকুইন’