ভারত থেকে আমেরিকায় পৌঁছাল ৩৫ লক্ষ ‘হাইড্রক্সিক্লোরোকুইন’

গোটা বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার থাবায় কাবু বিশ্বের প্রথমসারির দেশগুলিও। এমন অবস্থায় হাইড্রক্সিক্লোরোকুইনের জন্য ভারতের মুখের দিকে তাকিয়ে আছে বিশ্বের একাধিক দেশ। ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশে সেই ওষুধ পৌঁছে দেওয়া হচ্ছে। এবার আমেরিকায় পৌঁছে গেল সেই ওষুধ, যা করোনা আক্রান্তদের চিকিৎসায় বিশেষ সাহায্য করবে বলেন দাবি বিশেষজ্ঞদের।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অন্যান্য দেশের মতই ওষুধ দেওয়ার আর্জি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকিও দিয়েছিলেন। অবশেষে পৌঁছে গেল সেই ওষুধ।

ইতিমধ্যেই ইতালিকেও ছাপিয়ে গিয়ে সর্বাধিক মৃতের সংখ্যা আমেরিকায়। প্রত্যেকদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেই সংখ্যা। এই অবস্থায় ভারত থেকে পাঠানো এই ওষুধ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Previous articleগ্রাহকদের জোড়া স্বস্তির খবর দিল LIC
Next articleসশস্ত্র পাঞ্জাবি- নিহাঙ্গদের হামলায় পুলিশকর্মীর হাত কাটা গেল, আহত ওসি-ও