Monday, November 10, 2025

সশস্ত্র পাঞ্জাবি- নিহাঙ্গদের হামলায় পুলিশকর্মীর হাত কাটা গেল, আহত ওসি-ও

Date:

Share post:

লকডাউনের ‘পাস’ দেখতে চাওয়ায় শিখ সমাজের সশস্ত্র শাখা নিহাঙ্গরা হামলা চালালো পুলিশের উপর৷ এই হামলায় হাত কাটা গিয়েছে এক ASI–এর। গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন পুলিশকর্মী। গুরুতর জখম হয়েছেন ওসি ভিক্কর সিং৷

ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৬টা নাগাদ পাঞ্জাবের পাতিয়ালায় সনৌর রোডের বড় সব্জি মন্ডির মূল গেটের সামনে। করোনার কারনে লকডাউন এবং লকডাউনের জন্য রাজ্য জুড়ে চলাফেরায় কড়া বিধিনিষেধ৷ রবিবার সকালে সব্জি মন্ডিতে পুলিশকর্মীরা রুটিনমাফিক টহল দিচ্ছিলেন। পাঞ্জাবের DGP দিনকর গুপ্তা টুইট পোস্টে জানিয়েছেন, আচমকা একদল নিহাঙ্গ পুলিশকর্মীদের উপর হামলা চালালে ASI হরজিৎ সিং’এর এক হাতের কব্জি কাটা গিয়েছে৷ গুরুতর জখম হয়েছেন ওসি ভিক্কর সিং সহ আরও একাধিক পুলিশকর্মী এবং মন্ডি বোর্ডের এক অফিসার।
SSP মনদীপ সিং সিধু জানিয়েছেন, এদিন সকালে একটা গাড়িতে ৫ জন নিহাঙ্গ সব্জি মন্ডিতে পৌঁছলে তাদের কাছে লকডাউনের সরকারি পাস দেখতে চান মন্ডি বোর্ডের ওই অফিসার। পাস না থাকায় তারা অফিসারের সঙ্গে প্রথমে বচসা শুরু করে এবং তারপর পুলিশের ব্যারিকেড ভেঙে পালাতে যায়। তখন সেখানে মন্ডিতে কর্তব্যরত পুলিশকর্মীরা পৌঁছলে নিহাঙ্গরা পুলিশকর্মীদের এলোপাথাড়ি তলোয়ার দিয়ে হামলা করে চম্পট দেয়। DGP আরও জানিয়েছেন, প্রথমে স্থানীয় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও হরজিতকে শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁকে চণ্ডীগড়ের পিজিআই হাসপাতালে স্থানান্তরিত করা হএএসআই সেরা প্লাস্টিক সার্জেনদের এবং ASI-এর চিকিৎসার জন্য নিযুক্ত করা হয়েছে। ইতিমধ্যেই তাঁর হাতের অস্ত্রোপচার শুরু হয়েছে। অভিযুক্ত নিহাঙ্গ দলকে দ্রুত গ্রেপ্তার করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...